একসঙ্গে ৬টি সন্তানের জন্ম দিয়ে বিরল এক নজির স্থাপন করেছেন এক মা। শনিবার ভোর ছয়টায় ভারতের মধ্যপ্রদেশের শেওপুর জেলা সদর হাসপাতালে একে একে ৬টি সন্তানের জন্ম দেন ওই মা।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই এলাকায় এমন ঘটনা এটাই প্রথম।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে সংবাদ সংস্থাটি জানিয়েছে, ওই ছয় সন্তানের মধ্যে চারজন সুস্থ থাকলেও বাকি দুজনকে বাঁচানো সম্ভব হয়নি।
তবে জীবিত চার শিশুকেই চিক নিউবর্ন কেয়ার ইউনিটে (অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। তবে সম্পূর্ণরূপে সুস্থ আছেন ছয় সন্তান জন্ম দেয়া সেই মা।