গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান উৎসব ওয়ানগালা উপলক্ষে ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলায় সাধারণ ছুটির ঘোষনা। প্রতি বছর এই সময়টাতেই গারোদের ঐতিহ্যবাহী প্রধান উৎসব ওয়ানগালা ভারতের মেঘালয় রাজ্য এবং পাশ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশে বসবাসরত গারো আদিবাসীরা এই ওয়ানগালা উৎসব পালন করে থাকে।
গত ৯ই নভেম্বর ওয়েস্ট গারো হিলসের ডেপুটি কমিশনার রাম সিং এক বিবৃতিতে এই ঘোষনা দেন, তিনি বলে “ওয়ানগালা উৎসব” উপলক্ষে ১২ নভেম্বর জেলাটিতে স্থানিক ছুটি (লোকাল হলিডে) ঘোষণা করা হয়েছে।
বিবৃতি অনুযায়ী দিনটিতে ওয়েস্ট গারো হিলস জেলায় রাজ্য সরকারের সকল দপ্তর, ম্যাজিস্ট্রিয়াল কোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে বলে জানান।