জয়পুরহাটের আক্কেলপুরের গুডুম্বা গ্রামের একটি গাছ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নিহতদের বাড়ির পাশের পুকুরপাড় এলাকার জঙ্গলে একটি গাছের ডাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, রায়কালী ইউপির গুডুম্বা গ্রামের শাহীন মিয়া ও তার স্ত্রী আশা পারভীন।
পুলিশের দাবি, ওই দম্পতি আত্মহত্যা করেছেন। তবে তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি।
আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, স্থানীয়রা ওই জঙ্গলের পাশ দিয়ে যাওয়া সময় গাছের ডালে দুজনের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তাদের মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।